রাজগঞ্জ, ১৯ মেঃ মঙ্গলবার শতাধিক বিশেষ চাহিদা সম্পন্নদের থার্মাল স্ক্রীনিং করার পর তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা।
এদিন বেলাকোবা রেঞ্জ অফিসে শতাধিক বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে এসে থার্মাল স্ক্রীনিং করার পর তাদের হাতে চাল, ডাল, ডিম সহ অন্যান্য খাদ্যসামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। লকডাউন পর্যন্ত অসহায়দের সাহায্য করবেন বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।
উল্লেখ্য, লকডাউন শুরু হওয়ার পর থেকে অসহায় মানুষদের সাহায্য করে চলেছেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। শুধু খাদ্যসামগ্রী নয়, নিজের উদ্যোগে মোবাইল ফুড ব্যাংক তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে দুঃস্থদের হাতে রান্না করা খাবার তুলে দিচ্ছেন তিনি।