ফুলবাড়ি,৬ ডিসেম্বরঃ সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করলেন বিডিও।
বুধবার সকাল ১০টা ৫মিনিট নাগাদ ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত অফিসে সারপ্রাইজ ভিজিট করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।কিন্তু সেখানে গিয়ে দেখেন যে অফিসে কেউ নেই।এদিকে কয়েকজন নাগরিক ইতিমধ্যেই পরিষেবা নিতে চলে এসেছেন।একটু বাদেই কার্যালয়ে পৌঁছান গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম। এদিকে প্রায় সাড়ে ১০ টা বেজে গেলেও অধিকাংশ আধিকারিক বা কর্মচারী অনুপস্থিত ছিলেন।এরপরই বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করেন বিডিও।পাশাপাশি সময়মতো দপ্তরে না আসায় বিডিওর কাছে ধমক খেলেন স্বাস্থ্যকর্মী।
বিডিও প্রশান্ত বর্মন বলেন, নাগরিকদের সরকারি পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর রয়েছে। সেখানে পরিষেবা নিতে এসে নাগরিকরা হয়রানি হবেন তা ঠিক নয়। আমাদের উচিত নাগরিকরা দপ্তরে এসে অপেক্ষায় থাকবেন না, যারা দপ্তরের দায়িত্বে রয়েছেন তারাই অপেক্ষায় থাকবেন কখন নাগরিকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায়।
তিনি আরও বলেন, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্লকে যতগুলি দপ্তর রয়েছে সেখানে সরকারের যে পরিষেবা গুলি রয়েছে তা যেন সাধারণ মানুষ সঠিক সময়ে পায়। কারণ নাগরিকরা পরিষেবা নিতে এসে অপেক্ষায় থাকবে না, আমরাই তাদের অপেক্ষায় থাকবো, এই বার্তাটা যেন সকলের কাছে পৌঁছে যায় সেই উদ্দেশ্যেই সারপ্রাইজড ভিজিট করলাম। দেখলাম অনেক কর্মচারী সঠিক সময়ে অফিস আসেননি, তাদেরকে শোকজ করা হয়েছে। তারা সঠিক কারণ দর্শাতে না পারলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। রাজগঞ্জ ব্লকের শুধু ১২ টি গ্রাম পঞ্চায়েত নয়, প্রতিটি দপ্তরে এভাবে ভিজিট করা হবে। তবে কখন কোন অফিসে ভিজিট করব তা কেউ জানবে না।
অন্যদিকে অঞ্চল অফিসে আসা মানুষেদের সাথে কথা বলেন বিডিও। তাদের বিভিন্ন সার্টিফিকেট তৈরীর অসুবিধার কথা শোনেন তিনি।এছাড়াও স্বাস্থ্য পরিষেবা নিতে আসা ক্ষুদে শিশুদের নিয়ে খোশ মেজাজে দেখা যায় বিডিওকে।
Good