শিলিগুড়ি,২৮ এপ্রিলঃ পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই নির্দেশের প্রেক্ষিতে, সোমবার শিলিগুড়ি থানায় পৌঁছালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে তিনি পুলিশ আধিকারিকদের সাথে শিলিগুড়ির সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
বিধায়ক শঙ্কর ঘোষ জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, যদি কোনো পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করে থাকেন তাহলে তাদের দেশ ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে এ সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পেয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এখনও কোনো তথ্য পৌঁছায়নি।
এই প্রসঙ্গে শঙ্কর ঘোষ শিলিগুড়ি থানার পুলিশ আধিকারিকদের কাছে অনুরোধ করেন, যেন বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে পৌঁছে দেওয়া হয় এবং সাধারণ মানুষের সামনে সমস্ত তথ্য পরিষ্কারভাবে প্রকাশ করা হয়। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দায়িত্ব প্রশাসন ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব।