শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘আলোর দিশারি ক্যাম্প’-এর পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ। মঙ্গলবার সকালে শিলিগুড়ি বয়েজ হাইস্কুল প্রাঙ্গণ থেকে সবুজ পতাকা নাড়িয়ে এই শিক্ষামূলক ভ্রমণের সূচনা করেন মেয়র গৌতম দেব।
এই কর্মসূচিতে মেয়র পারিষদ সদস্য, পুরনিগমের আধিকারিক এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। প্রায় ২২৫ জন পড়ুয়াকে নিয়ে এই শিক্ষামূলক ভ্রমণের গন্তব্য মাটিগাড়ার উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র। সেখানে সারাদিন ধরে বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী, মডেল ও প্রয়োগমূলক কার্যকলাপের মাধ্যমে পড়ুয়ারা বিভিন্ন জিনিস শেখার সুযোগ পাবে । এছাড়াও পড়ুয়াদের জন্য সকাল ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।পড়াশোনার বাইরে এসে শেখার এই উদ্যোগে পড়ুয়াদের মধ্যে বিশেষ উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গিয়েছে।
এদিন মেয়র গৌতম দেব জানান, “শিক্ষাকে বইয়ের গণ্ডির বাইরে নিয়ে গিয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর লক্ষ্যেই এই উদ্যোগ। আজ সারাদিন পড়ুয়ারা উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে থেকে বিভিন্ন বিষয় হাতে-কলমে দেখবে ও শিখবে। আমি নিজেও তাদের সঙ্গে উপস্থিত থাকবো এবং প্রয়োজনীয় বিষয়গুলো বোঝাব।
