ফাঁসিদেওয়া,১১ মার্চঃ চার মাসের বকেয়া বেতন সহ অন্যান্য দাবিতে ফাঁসিদেওয়ার বিডিও অফিসে স্মারকলিপি দিল গ্রামীণ সম্পদ কর্মীরা।
সোমবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ফাঁসিদেওয়ার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামীণ সম্পদ কর্মীরা।
তাদের অভিযোগ, দিনের পর দিন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করা হলেও সেই কাজের টাকা দেওয়া হচ্ছে না তাদের।কাজ করার পরেও গত চার মাস ধরে তাদের বকেয়া বেতন আটকে রাখা হয়েছে।২০১৯ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার এর মাধ্যমে অন্য কাজে লাগানো হবে,তবে সেটি এখনো বাস্তবায়িত হয়নি।এখন তাদের ১৭৫ টাকা দিনে পারিশ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে।৩৬৫ দিনই কাজ করতে হচ্ছে নেই কোন ছুটি।
আজ এই দাবিগুলি নিয়ে ফাঁসিদেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাসকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি ও চার মাসের বকেয়া বেতন যদি না দেওয়া হয় তাহলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জয়েন্ট বিডিও মইদুল ইসলাম।