শিলিগুড়ি, ১৮ জানুয়ারি : মধ্যরাতে মেয়রের ওয়ার্ডে নিউ জলপাইগুড়ি থানার ওসির তৎপরতায় প্রানে বাঁচল দুর্ঘটনাগ্রস্ত যুবক। বুধবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। যুবকের স্কুটি এবং একটি ছোট চারচাকা গাড়ি আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা হাসপাতাল সূত্রে খবর,বর্তমানে সুস্থ রয়েছেন ওই যুবক।
বুধবার রাত ১২টা নাগাদ ৩৩ নম্বর ওয়ার্ডে একটি স্কুটির সঙ্গে ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় স্কুটিতে দুজন ছিল। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় স্কুটিটি। গুরুতর আহত হন স্কুটি চালক। ওই সময়ই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন এনজেপি থানার ওসি পার্থ সারথী দাস। খবর পেয়েই তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে নিজের গাড়িতে তুলে নেন আহত যুবককে। সোজা নিয়ে চলে যান শিলিগুড়ি জেলা হাসপাতালে। ফোন করে থানার ভ্যানকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। আহত যুবককে হাসপাতালে ভর্তি করার পর তার চিকিৎসা শুরু হয়। বর্তমানে সুস্থ রয়েছেন মাইকেল এলাকার বাসিন্দা ওই যুবক। এই ঘটনায় ওসির ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন আহত যুবকের পরিবার।