শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ আর কয়েকদিনের অপেক্ষা।তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজো।
খুঁটিপূজোর মধ্যে দিয়ে দুর্গাপূজোর প্রস্তুতি শুরু করল শিলিগুড়ির হিমাচল সংঘ। এবছর তাদের পূজো ৫১তম বর্ষে পদার্পণ করল।জানা গিয়েছে, সাবেকি পূজোয় সেজে উঠবে এবারের পূজোমন্ডপ।করোনাবিধি মেনেই পূজোর সমস্ত আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।