বাগডোগরা, ৪ সেপ্টেম্বরঃ কলেজ ফি মুকুবের দাবিতে শনিবার বাগডোগরার কালিপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া ডিএসও।
এদিন কলেজের অধ্যক্ষাকে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
এই বিষয়ে কলেজ ইউনিট সদস্যা অনিন্দিতা পন্ডিত জানান, করোনার জেরে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত।এই অবস্থায় কলেজ ফি বাবদ দেওয়া ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয়।গত ১৭ আগস্ট একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হলেও কলেজ কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত নেয়নি। এরপরও কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।