শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ পুজোর পর রাস্তার মোড়ে, নালা ও গাছের নীচে পড়ে থাকা মূর্তি সংগ্রহ করে নদীতে বিসর্জনের উদ্যোগ গ্রহণ করলো শিলিগুড়ি পুরনিগম।
শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ মানিক দে, এর উদ্যোগে এই অভিযান শুরু করা হয়েছে।বিশেষ করে সরস্বতী পূজার পর শহরের বিভিন্ন এলাকায় দেবী সরস্বতীর মূর্তি প্রায়শই রাস্তার ধারে বা খোলা জায়গায় বিসর্জনের পরিবর্তে ফেলে রাখা হয়।যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
মানুষ বিশ্বাস করেন দেবী সরস্বতীর মূর্তি বিসর্জন করলে জ্ঞানেরও বিসর্জন হয়। তাই পুজোর পর প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। কিন্তু পুজোর পর প্রতিমা বিভিন্ন জায়গায় রেখে যাওয়াও ঠিক নয়।
এই কথা মাথায় রেখে শিলিগুড়ি পুরনিগমের একটি দল, মেয়র পারিষদ মানিক দে এর নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে দেবী সরস্বতী এবং অন্যান্য দেবদেবীর মূর্তি সংগ্রহ করে শ্রদ্ধার সঙ্গে বিসর্জন করছেন।
এদিন মানিক দে জানান,পুজোর পর প্রতিমা বিসর্জন দেওয়া যথাযথ। খোলা জায়গায় প্রতিমা রেখে দিলে শহরে দূষণও বৃদ্ধি পায়।মানুষের ভক্তি ও বিশ্বাস বজায় রেখে, শহরকে পরিষ্কার রাখার লক্ষ্যে শিলিগুড়ি পুরনিগম এই অভিযান শুরু করেছে।
