শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ ডাকাতির ছক বানচাল করে ৩ জনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম মহম্মদ গুলশাদ, মহম্মদ ইসরাইল এবং বিশাল রাউত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ১০-১২ জনের দুষ্কৃতি দল ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলীপাড়া এলাকায় একটি মন্দিরের পেছনে জড়ো হয়েছিল।অপরাধমূলক ঘটনা ঘটানোর ছক কষছিল তারা।সেইসময় এলাকায় পেট্রোলিং চলাকালীন পুলিশের নজরে আসে দুষ্কৃতি দলটি।এদিকে পুলিশ দেখেই পালিয়ে যায় কয়েকজন।যদিও ধরা পড়ে যায় ৩ জন।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।