রাজগঞ্জ, ৫ আগস্টঃ আদা ভর্তি বস্তার আড়ালে কাঠ পাচারের চেষ্টা।অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ সহ ১ জনকে গ্রেফতার করল বনদপ্তর।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শুক্রবার ভোরে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের পানিকৌড়ি এলাকায় অভিযান চালায় বনকর্মীরা।আটক করা একটি ট্রাক।সেই ট্রাক থেকে উদ্ধার হয় ২০ লক্ষ টাকার অবৈধ কাঠ।আদার বস্তার আড়ালে কাঠ পাচারের চেষ্টা চলছিল।এই ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করা হয়।ধৃতের নাম সুনীল কুমার।রাজস্থানের বাসিন্দা।
বনদপ্তর সূত্রে খবর, গোয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি।ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।