শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ চার মাস পর আজ থেকে ফের চালু হল টয়ট্রেন পরিষেবা।খুশির হাওয়া পর্যটনে।
বর্ষার সময় পাহাড়ের বিভিন্ন জায়গায় ধসের জেরে বন্ধ হয়ে যায় টয়ট্রেন পরিষেবা।৫ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় টয়ট্রেন।বিভিন্ন জায়গায় ধসের জেরে টয়ট্রেনের লাইনও ক্ষতিগ্রস্থ হয়।বর্তমানে সমস্ত দিক স্বাভাবিক করার পর আজ থেকে পর্যটকদের নিয়ে দার্জিলিঙের উদ্দেশ্যে রওনা দেয় টয়ট্রেন।এদিন প্রায় ৩৫ জন পর্যটক ছিলেন।দেশের বিভিন্ন জায়গার পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ছিলেন।
এই বিষয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার জানান, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এতদিন টয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল।আজ থেকে পুনরায় চালু হয়ে গেল পরিষেবা।পরিষেবা পুনরায় চালু হওয়ায় খুশি পর্যটকেরা।
অন্যদিকে এই বিষয়ে পর্যটকরা বলেন, অনেকদিন ধরেই পরিষেবা বন্ধ থাকার পর ফের টয়ট্রেন চালু হল।টয়ট্রেনে পাহাড় ও সবুজের সৌন্দর্য দেখবেন বলে খুশি সকলেই।