নাগরাকাটা, ৯ নভেম্বরঃ ফের দলছুট হস্তীশাবক।এবারে ঘটনাটি ঘটেছে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে। জানা গিয়েছে, সোমবার ভোরে হঠাৎই মাস ছয়েকের একটি হস্তী শাবককে বাগানের ফ্যাক্টরি চত্ত্বরের আশেপাশে ঘুরতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শাবকটি ম্যানেজারের বাংলোতে ঢুকে পড়ে।দ্রুত খবর দেওয়া হয় বন দপ্তরকে। বনকর্মীরা গিয়ে শাবকটিকে জঙ্গলের দিকে ঢুকিয়ে দেয়।
বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ারের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, যেহেতু মানুষের ছোঁয়া লাগেনি আশা করছি শাবকটিকে হাতির পাল ফের তাদের সাথে নিয়ে নেবে।শাবকটিকে নজরে রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় রেড ব্যাংক চা বাগানে একটি হস্তী শাবক দলছুট হয়েছিল।মানুষের ছোঁয়া লেগে যাওয়াও শাবকটিকে অনেক চেষ্টা করেও পালের অন্য হাতির সাথে মিশিয়ে দিতে পারেনি বনকর্মীরা। পরে শাবকটিকে নিয়ে যাওয়া হয় গরুমারা জাতীয় উদ্যানের পিলখানায়।সেখানেই এখন কুনকি হাতি মতিরাণী ও বনকর্মীরা শাবকটি লালন পালন করছেন।
বন দপ্তরের অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি বলেন, এরকম দলছুট হয়ে পড়া হস্তীশাবককে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া কিংবা মা নিতে অস্বীকার করলে মানুষের আশ্রয়ে বড় করে তোলা দুটো কাজই চ্যালেঞ্জিং।