শিলিগুড়ি, ৩১ মার্চঃ গাড়ির ব্রেক কভারের মধ্যে লুকিয়ে পাচার করা হচ্ছিল সোনা।সোনা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল ডিআরআই।ঘটনায় গ্রেফতার ২।ধৃতদের নাম নারায়ণ শর্মা এবং কুবের প্রসাদ।নারায়ণ অসম এবং কুবের মণিপুরের বাসিন্দা।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজগঞ্জের পানিকৌড়ি টোল প্লাজার কাছে অভিযান চালানো হয়।এরপর শিলিগুড়ির দিকে আসা একটি চারচাকা গাড়ি আটক করা হয়।তল্লাশি চালিয়ে গাড়ির ব্রেক কভারের মধ্যে উদ্ধার হয় সোনা ।উদ্ধার হওয়া সোনার কোন বৈধ কাগজ দেখাতে না পারায় দুজনকে গ্রেফতার করে ডিআরআই আধিকারিকেরা।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন ১ কিলো ১৬৩ গ্রাম।যার বাজারমূল্য ৬৮ লক্ষ ৬২ হাজার টাকা।সোনা শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের পরিকল্পনা ছিল।তবে তাঁর আগেই সোনা সহ দুজনকে গ্রেফতার করে ডিআরআই।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডিআরআই।
