আলিপুরদুয়ার, ২৪ নভেম্বরঃ লাগাতার বুনো হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বক্সা জঙ্গল থেকে একটি হাতির দল দক্ষিণ লতাবাড়ি এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়।জমির ফসল নষ্ট করে।
প্রথমে গ্রামবাসীরা মিলে হাতি তাড়ানোর চেষ্টা করে।পরবর্তীতে ঘটনাস্থলে পৌছায় বনদপ্তরের নিমতি রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা।প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় হাতির দলটিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হয় বনকর্মীরা।