শিলিগুড়ি, ২৪ এপ্রিলঃ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে ফের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা।যার জেরে সমস্যায় পড়ছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের আইএনটিটিইউসি শ্রমিক নেতা উমাশঙ্কর যাদব কিছুদিন আগে ফলের আড়তে ৬ জন শ্রমিক নিয়োগ করেছিলেন।কিন্তু অভিযোগ, ওই ৬ শ্রমিককে বের করে দেয় শ্যাম যাদবের গোষ্ঠী।এই ঘটনার পরই ফের একবার দুই গোষ্ঠীর ঝামেলা সামনে আসে।
গত শনিবার এই ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছিলেন উমাশঙ্কর যাদব।এরপর আজ ফের এই নিয়ে ঝামেলা বাঁধে এবং হাতিহাতি পর্যন্ত হয়।খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ পৌঁছে উমাশঙ্করের গোষ্ঠীর তিনজনকে আটক করে।এরপর উমাশঙ্করের গোষ্ঠী থানায় বিক্ষোভ প্রদর্শন করে।
এদিন উমাশঙ্কর যাদব বলেন, রেগুলেটেড মার্কেটে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের দুটি গোষ্ঠী তৈরি হয়েছে এরফলে গোষ্ঠীদ্বন্দ্ব এর ঘটনা ঘটছে।এর জন্য জেলা নেতৃত্ব দায়ী।গত ৭ মাস আগে মার্কেটে কমিটি গঠন করে আমাকে সম্পাদক করেছে জেলা নেতৃত্ব।এরপরও শ্যাম যাদব কমিটিতে আসছে কেন।জেলা নেতৃত্বকে বারবার এই বিষয়টি মিটিয়ে ফেলার কথা বলা হলেও এখনও অবধি জেলা নেতৃত্ব কিছু করছে না বলে অভিযোগ করেন তিনি।
