শিলিগুড়ি, ২৮ জুনঃ সোমবার রাতের প্রবল বৃষ্টিতে ফের একবার জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ির অশোকনগর এলাকা।স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি।
সামান্য বৃষ্টিতেই হাটুজল হয়ে দাঁড়ায় পুরনিগমের ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা অশোকনগর এলাকা।বেশ কয়েকদিন ধরেই শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত।গত ২০ তারিখের পর গতকাল রাতের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ে অশোকনগর এলাকা।এরফলে ফের একবার সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক যুগ ধরে এই সমস্যা রয়েছে।বর্তমানে অভ্যাসে পরিণত হয়েছে আমাদের।প্রশাসনের এই সমস্যা নিয়ে কোনো হেলদোল নেই।
এদিকে এদিন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি।তিনি জানান, অশোকনগরকে এবার সম্পুর্ন রুপে জলমুক্ত করা হবে।ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম।সমস্যার সমাধান খুব দ্রুত করা হবে বলে জানান তিনি।