রাজগঞ্জ, ২৪ ডিসেম্বরঃ ফের পাচারের আগে প্রায় ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।ঘটনায় গ্রেফতার ২।
জানা গিয়েছে, শনিবার সকালে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে ফুলবাড়ি এলাকায় একটি ট্রাক আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বার্মাটিক কাঠ।ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ভোলা রাম ও জীতেন্দ্র কুমার। তারা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
বনদপ্তর সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০লক্ষ টাকার বার্মাটিক কাঠ সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির টায়ারের আড়ালে কাঠগুলি পাচার করা হচ্ছিল।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গোয়াহাটি থেকে কলকাতার এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।গোটা ঘটনার তদন্তে বনদপ্তর।