শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বরঃ মাঝরাত অবধি অধ্যক্ষকে ঘেরাও ও মাঝরাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বসলো কাউন্সিলের বৈঠক। থ্রেট কালচার নিয়ে কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আন্দোলন চলছে। থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে পাঁচ জন পড়ুয়াকে সাসপেন্ড করার কথা জানানো হয়।
এরপর মঙ্গলবার রাতে অধ্যক্ষকে ঘেরাও করা হয়, কাউন্সিলের বৈঠকের পর আপাতত পাঁচ পড়ুয়ার সাসপেনশন স্থগিত রাখা হয়েছে। আজ দুপুরে ফের কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। রাতে মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে ঘেরাও করা হয়। টিএমসিপি এর কিছু সদস্যরা ঘেরাও করেছিলেন।
কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ ওঠে। এরপরই অধ্যক্ষের কাছে অভিযোগ জমা পড়ে। পরবর্তীতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি সোমবার রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের পর পাঁচ পড়ুয়াকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর মঙ্গলবার মাঝরাত থেকে ঘেরাও কর্মসূচী চলে। পড়ুয়াদের অভিযোগ, আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পালটা বক্তব্য শোনা হয়নি। এমনকি অভিযোগের প্রমাণও নেই।