কোচবিহার, ২৩ ডিসেম্বরঃ ফের শিরোনামে মেখলিগঞ্জ বিধানসভার ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়।এসএসসি ওয়েবসাইটে ভুয়ো শিক্ষকের তালিকায় নাম উঠল সেই স্কুলের এক শিক্ষিকা কনিকা বর্মনের।তালিকায় নাম আসার পর থেকেই স্কুলে যাচ্ছেন না ওই শিক্ষিকা।ওএমআর সিটে কারচুপি করে নম্বর বাড়িয়ে শিক্ষিকা হয়েছেন বলে অভিযোগ।
প্রসঙ্গত, গত কয়েকমাস আগে মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে চাকরিতে নিয়োগের অভিযোগ উঠেছিল।ববিতা সরকারের মামলার জেরেই স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হয় অঙ্কিতা অধিকারিকে।আদালতের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে সরিয়ে দেওয়া হয় স্কুলের চাকরি থেকে।তার জায়গায় ববিতা সরকার ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় চাকরিতে যোগদান করেন।কয়েকমাস পর ফের এই স্কুলে ভুয়ো শিক্ষিকের তালিকায় এক শিক্ষিকার নাম উঠে আসায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে ওই শিক্ষিকা কালিয়াচক থেকে বদলি হয়ে মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয যোগদান করেন।তার বাড়ি জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, দুদিন ধরে শিক্ষিকা স্কুলে আসছেন না।এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনো নির্দেশিকা আসেনি।