শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৮ টি দোকান। মঙ্গলবার রাত ৩ টা নাগাদ রবীন্দ্রনগর মোড়ে আগুন লাগে। আগুনে ভস্মিভূত হয়ে যায় হার্ডওয়্যার, মোবাইল, মিষ্টির দোকান সহ মোট ৮ টি দোকান। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঘটনার খবর শুনে পরিদর্শনে যান বিধায়ক শঙ্কর মালাকার, তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার, বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগারওয়াল, রথীন্দ্র বোস ও বাম কাউন্সিলররা। শহরের বাইরে থাকায় ফোনেই বিষয়টির খোঁজ নেন মন্ত্রী গৌতম দেব ও মেয়র অশোক ভট্টাচার্য।
এদিন সকলেই ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পুরনিগমের ভূমিকা নিয়ে সরব হন বিরোধী দলগুলি। যদিও মেয়র পারিষদ শঙ্কর ঘোষ বলেন, অযথা ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে।