শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারিঃ কথা ছিল কাজ শেষ করে ফিরে আসার। কিন্তু আর ফিরে আসা হল না। মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন শিলিগুড়ির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অংশু মজুমদার।বুধবার ভুটানে একটি নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু হয় অংশু মজুমদারের।
জানা গিয়েছে,২০১৬ সাল থেকেই ভুটানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা অংশু মজুমদার।বয়স মাত্র ৩১, বাড়িতে রয়েছে বাবা, মা, স্ত্রী ও ৮ মাসের শিশু।
অংশু মজুমদারের বাবা অনুপম মজুমদার জানান, বুধবার সকালে তারা বিষয়টি জানতে পারেন।অংশু আর নেই বিশ্বাসই করতে পারছে না পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা।মঙ্গলবার রাতেও অংশুর সাথে কথা হয়েছিল পরিবারের।কিছুদিনের মধ্যেই বাড়ি ফেরার কথাও ছিল তার।তবে তা আর সত্যি হল না।বৃহস্পতিবার রাতে তার দেহ শিলিগুড়ির বাড়িতে এসে পৌছানোর কথা রয়েছে।
Sob allhar escha