জলপাইগুড়ি,২৯ জুলাইঃ ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের ঘটনা।তবুও টনক নড়ছে না কিছু মানুষের।মাস্ক ছাড়াই লকডাউন উপেক্ষা করে রাস্তায় অপ্রয়োজনে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষকে।পুলিশের তরফে বারবার অভিযান চালিয়ে লকডাউন অমান্যকারিদের শাস্তি দেওয়া হলেও কোনও লাভ হচ্ছে না।
আজ রাজ্য সরকারের নির্দেশ মতো সাপ্তাহিক লকডাউন গোটা রাজ্যে।এদিনও প্রচুর মানুষকে দেখা গেল অপ্রয়োজনে রাস্তায় ঘুরে বেড়াতে।জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইসি বিপুল সিনহা তার বিশেষ পুলিশ বাহিনীকে নিয়ে জলপাইগুড়ি গোটা শহরে অভিযান চালায়।দোকানপাট সব বন্ধ থাকলেও বেশকিছু যুবককে রাস্তায় ঘুরতে দেখা যায়।এদিকে পুলিশের উপস্থিতি টের পেতেই করলা নদীতে ঝাঁপ দেয় কয়েকজন যুবক।শহরের কদমতলা মোড়ে দেখা গেল কয়েকজন যুবককে বাইক নিয়ে ঘুরতে।এদিন লকডাউন অমান্য করে অপ্রয়োজনে রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগে তাদের রাস্তায় কান ধরে ওঠবস করায় পুলিশ।