খড়িবাড়ি,৮ জুনঃ ফের অবৈধভাবে বালি পাচারের চেষ্টা।বালিবোঝাই ডাম্পার আটক করল পুলিশ।ঘটনায় ডাম্পার চালককে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতের নাম হরিশঙ্কর রায় (৪০)।বাড়ি শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ায়।
খড়িবাড়ির বাংলা – বিহার সীমান্তের চক্করমারিতে নাকা চেকিং চালানোর সময় বালিবোঝাই ডাম্পারটিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশ।পরে ডাম্পার চালককে গ্রেপ্তার করা হয়।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।