শিলিগুড়ি,২৪ জুলাইঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল।অবিলম্বে পাশ করানোর দাবিতে শিলিগুড়ির রামকৃষ্ণ সারদামণি বিদ্যাপীঠের সামনে পথ অবরোধ করলেন স্কুলের ছাত্রীরা।
এদিন স্কুলের প্রায় ১৪ জন ছাত্রী সেখানে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে থাকেন।ছাত্রীরা জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষা তারা না দিলেও তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে।পরবর্তীতে তারা যখন স্কুলে আসেন সেইসময় স্কুলের তরফে কাউন্সিলের কাছে যেতে বলা হয়।অবিলম্বে তাদের পাশ করানোর দাবিতে তারা এই পথ অবরোধ করেছেন।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।পরবর্তীতে স্কুল শিক্ষিকার আশ্বাসে পথ অবরোধ ওঠায় ছাত্রীরা এবং ছাত্রীদের ফের স্কুলে আসতে বলা হয়েছে।তবে ছাত্রীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে যেখানে পরীক্ষা হয়নি সেখানে কিভাবে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হল।এছাড়াও তাদের যে নম্বর দেওয়া হয়েছে তা কোন ভিত্তিতে দেওয়া হয়েছে সেই প্রশ্নই তুলেছেন ছাত্রীরা।