শিলিগুড়ি,১০ আগস্টঃ ফের শিলিগুড়িতে অবৈধ কলসেন্টারের হদিস মিলল। শিলিগুড়ির মাটিগাড়ায় আইটি পার্কে অবৈধ কলসেন্টারে হানা পুলিশের।বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসওজি ও সাইবার ক্রাইম থানার আধিকারিকদের নিয়ে আইটি পার্কে হানা দেয় মাটিগাড়া থানার পুলিশ।
এখনও পর্যন্ত সেখানে তিনটি অবৈধ কলসেন্টারের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।কলসেন্টারগুলি থেকে বিভিন্ন নথি পাওয়া গিয়েছে।যার মাধ্যমে জানা গিয়েছে, এখান থেকে বিদেশে ফোন করে মানুষদের প্রতারিত করার পাশাপাশি চাকরি এবং স্বাস্থ্য সক্রান্ত বীমার নামে সাধারণ মানুষদের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা হাতানো হতো।
এর আগেও আইটি পার্কে অবৈধ কলসেন্টারে হানা দিয়েছে সিআইডি। ধরা পড়েছে বেশ কয়েকজন। কিন্তু এরপরও সেখানে কীভাবে অবৈধ কলসেন্টার চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই অবৈধ কলসেন্টারগুলিতে পুলিশের অভিযান চলেছে।