শিলিগুড়ি,১৪ জানুয়ারিঃ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার।গত বছরের ১২ আগস্ট জন্ম নেওয়া তিন রয়্যাল বেঙ্গল টাইগার এই কয়েক মাসে দিব্যি বেড়ে উঠেছে।তবে তারা এখনো এনক্লোজারেই আছে।সেখানেই খেলতে ব্যস্ত রয়েছে তারা।দর্শকদের জন্য ছাড়া হয়নি।তবে শীঘ্রই ছাড়া হতে পারে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সাফারি পার্কে শীলা গত ১২ আগস্ট তিন সন্তানের জন্ম দেয়।শুধু এটাই প্রথম নয়। ২০১৮ সালে শীলা আরো তিনটি বাচ্চার জন্ম দিয়েছিল।তবে প্রথমের তিনটি বাচ্চার মধ্যে একটি মারা গেলেও এখনও দুটো বাচ্চা বেশ ভালো আছে।এদিকে যেখানে দেশে ক্রমেই রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা হ্রাস পাচ্ছে সেখানে সাফারী পার্কে রয়েল বেঙ্গলের বংশবৃদ্ধি খুবই ইতিবাচক দিক।বর্তমানে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭টিতে।