শিলিগুড়ি, ২০ মার্চঃ শিলিগুড়িতে চর্ম ও শিল্প মেলা, ট্রেড ফেয়ার কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল। বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই রক্তদান শিবির হয়েছিল।
যেখানে মেলা কমিটির সদস্যদের পাশাপাশি ব্যবসায়ীরাও রক্তদান করেন।
একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক সংস্থার সহযোগীতায় এই রক্তদান শিবির হয়েছে। যেখানে প্রায় ৫৫ জন রক্তদান করে। রক্তের সঙ্কট মেটাতে এই শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানান মেলা কমিটির সদস্যরা।