শিলিগুড়ি, ১২ অক্টোম্বরঃ পাঁচ বছর বয়সে নিজে থেকে প্রতিমা বানানো শুরু করেছিল।ছোট ছোট প্রতিমা গড়তে গড়তে গত ৩ বছর ধরে বড় প্রতিমা বানাতে শুরু করেছে সে।শিলিগুড়ি সংলগ্ন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়তের অন্তর্গত জলডুমুর সাহুপাড়ার বাসিন্দা সঞ্জিত বর্মন।তাঁর নিজের তৈরি প্রতিমা দিয়েই বাড়িতে শুরু হয়েছে দূর্গা পুজোর প্রচলন।
সঞ্জিতের বয়স ১৩ বছর।শিলিগুড়ি নেতাজি বয়েজ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।তাঁর পরিবারের কেউ মৃৎশিল্পী বা মাটির কাজের সঙ্গে যুক্ত নন।তা সত্বেও নিজে থেকেই প্রতিমা বানাচ্ছে সে।যা দেখে একসময় অবাক হয়েছিলেন পরিবারের সদস্যরাও।
ছোটবেলায় সঞ্জিত পুকুর থেকে মাটি তুলে এনে বিভিন্ন দেব দেবীর মূর্তি তৈরি করতো।পরবর্তীতে মোবাইলে ভিডিও এবং ছবি দেখে সময়ের সঙ্গে সঙ্গে বড় প্রতিমা বানাতে শুরু করে।এদিকে বাড়িতে দূর্গা পুজোর প্রচলন না থাকলেও গত তিন বছর ধরে তার তৈরি মূর্তি দিয়ে দুর্গা পুজো করা হচ্ছে।পড়াশোনার পাশাপাশি মূর্তি বানানোর কাজ করছে সঞ্জিত।সামনেই রয়েছে দূর্গা পুজো।তাই এবছরও দূর্গা প্রতিমা বানাতে দেখা গেল সঞ্জিতকে।ভবিষ্যতেও এই পেশার সঙ্গেই যুক্ত হতে চায় সে।