শিলিগুড়ি,২৮ নভেম্বর: বৃহস্পতিবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটিয়াশাল মহিপাল বিএসপি স্কুলে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।নতুন জামা পড়ে মায়ের কোলে চেপে সেখানে আসে ১২ জন শিশু।এরপরই শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পায়েস খাওয়ানো হয় শিশুদের।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসেই প্রথমবার ভাত খেল ১২ জন শিশু।শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে শিশুদের ভাত খাওয়ালেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা।সঙ্গে ছিল আরও নানান রকমের পদ।এছাড়াও এদিন সেখানে হবু ১২ জন মায়ের জন্য সাধের ব্যবস্থাও করা হয়।নানান রকম পুষ্টিকর খাবার প্লেটে সাজিয়ে খেতে দেওয়া হয় গর্ভবতী মায়েদের।এছাড়াও প্রায় দেড়শ জন মা ও শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল।পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় উপহার।