মা আসছে, রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাজগঞ্জ, ১১ অক্টোবরঃ মা আসছে।আর কদিন পরেই দুর্গোৎসবে মেতে উঠবে সকলে।রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাবের প্রস্তুতি চলছে জোরকদমে।পরিবেশ বান্ধব জিনিস দিয়ে  তৈরি হচ্ছে এবছরের পুজো মন্ডপ।


রাজগঞ্জের বিভিন্ন পূজার মধ্যে অন্যতম রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাবের দুর্গাপূজো।এবছর তাদের পুজো ৬৬ তম বর্ষে পা দিতে চলেছে।বিগত দুমাস ধরে চলছে মন্ডপ সজ্জার কাজ।থাকছে চন্দননগরের সুসজ্জিত আলোকসজ্জা। দীর্ঘ কয়েকবছর ধরে রাজগঞ্জে মণ্ডপসজ্জা ও আলোকসজ্জায় নজরকাড়া পূজো করে আসছে রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাব। 

শ্রী সংঘ ক্লাবের সম্পাদক অরিন্দম ব্যানার্জি বলেন, আমাদের ক্লাবের পুজোর প্রস্তুতি জোরকদমে চলছে। এবছর পরিবেশ বান্ধব জিনিস বাঁশ ও বাঁশের কারুকার্য এবং শীতল পাটি দিয়ে পুজো মন্ডপ তৈরী হচ্ছে। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজো মন্ডপের উদ্বোধন করবেন। এবছর আমাদের প্রায় ১২ লক্ষ টাকা বাজেট রয়েছে। পুজোর পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş