কালচিনি,২১ ফেব্রুয়ারিঃ বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানের ৬ নং সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় একটি পূর্ণবয়ষ্ক মাদা লেপার্ড।
এদিন খাঁচাবন্দী লেপার্ডটিকে দেখতে পেয়ে স্থানীয়রা বনদফতরে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা।লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া নিয়ে যাওয়া হয় ।
বনদফতরের নীলপাড়া রেঞ্জের বীট অফিসার রুপেশ মোতি জানান, দলসিংপাড়া চা বাগান দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় চারিদিকে জঙ্গল, ঝোপঝাড়ে ভর্তি।আর এই ঝোপঝাড় লেপার্ডের থাকার পক্ষে আদর্শ পরিবেশ।সেইজন্যই এখানে একটি লেপার্ড ঘুরছিল।সেটিকে খাঁচাবন্দী করা হয়েছে।