শিলিগুড়ি,১৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে গাড়ি পার্কিং করে কোথাও যাচ্ছেন। গাড়ির ভেতরেই দামী সামগ্রী কিংবা টাকা রাখছেন কী? তাহলে সাবধান। সতর্ক না হলেই চোখের নিমেষে সব খোয়া যেতে পারে। সম্প্রতি শিলিগুড়িতে গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনা বেড়েই চলেছে। শুক্রবার এনজেপি থানা এলাকায় দুটি গাড়ির কাঁচ ভেঙে টাকা, মোবাইল, ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।নৌকাঘাট এলাকায় এমন ঘটনার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকদিন আগে বর্ধমান রোডেও রাতে এমন ঘটনা ঘটে।
এদিন নৌকাঘাট সংলগ্ন পিডব্লুডি মোড়ের কাছে রাস্তার পাশে গাড়ি রেখেছিলেন লক্ষ্মীকান্ত পাল রায়। তিনি জলপাইগুড়িতে থাকেন। এদিন শক্তিগড়ে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় দেখেন গাড়ির কাঁচ ভাঙা। গাড়ি থেকে দুটি মোবাইল, টাকা সহ গাড়ির কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই পুলিশকে ফোন করেন। তাঁর অভিযোগ, প্রায় দেড় ঘন্টা পর পুলিশ সেখানে আসে।
অন্যদিকে এদিন নৌকাঘাট মোড়েও একটি গাড়ির কাঁচ ভেঙে একই ভাবে চুরি হয়। গাড়িতে লক্ষাধিক টাকার ক্যামেরা ও লেন্স ছিল। গাড়ির কাঁচ ভেঙে দুষ্কৃতীরা সেসব নিয়ে যায়। এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।