শিলিগুড়ি,৭ মেঃ লকডাউনে কাজের অভাবে আর্থিক সঙ্কটে ভুগছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষেরা। আর এই তালিকায় রয়েছে শব্দযান্ত্রিকেরাও।মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় থেকেই বন্ধ ছিল তাদের কাজ, আর তারপরেই শুরু হল লকডাউন।তাই বহুদিন ধরেই তাদের এই সমস্যায় ভুগতে হচ্ছে।যা সঞ্চয় ছিল তাই দিয়েই এখনও পর্যন্ত তাদের দিন কাটছে তবে এই সঞ্চয়ে আর কতদিনই বা চলবে সেটাই এখন প্রশ্ন।
এই পেশার সঙ্গে যুক্ত ডাবগ্রামের বাসিন্দা মানিক সরকার জানান, সরকার ছাড়া অন্য কারও কাছে সাহায্য চাওয়া তাদের পক্ষে সম্ভব নয়।তাই এই পেশার সঙ্গে যুক্ত সকলেরই অনুরোধ মুখ্যমন্ত্রী যাতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।সকলে যাতে দুবেলা খেতে পায় তাই মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করেন যৎসামান্য হলেও যেন তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।