রাজগঞ্জ, ১৫ ডিসেম্বরঃ বেলাকোবা ফাটাপুকুর রাজ্য সড়কে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক মহিলা পুলিশ কর্মী সহ মোট তিনজন।
জানা গিয়েছে, সোমবার বিকেলে বেলাকোবা–ফাটাপুকুর রাজ্য সড়কের ফকির ডিপ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বাইক ও একটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজগঞ্জ থানায় কর্মরত মহিলা পুলিশ কর্মী অপর্ণা রায়।ডিউটি শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পাশাপাশি বাইকে থাকা আরও দুজন আহত হন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। আহত তিনজনকেই তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ললিত রায় ও সহদেব রায় জানান, এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। তাঁদের দাবি, পেট্রোল পাম্পের সামনে বেরিকেড বা স্পিড বাম্প বসানো হলে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
