৭ দফা দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ

শিলিগুড়ি,৪ মেঃ ৭ দফা দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ।


বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা শাসককের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।তারা জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী সুনিশ্চিত করতে হবে। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের অবিলম্বে হেলথ স্কিম আওতায় আনতে হবে।এছাড়াও সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, পার্শ্বশিক্ষক ভোকাশনাল আইসিটি শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন ও টিজিটি স্কেল চালু করতে হবেও স্বচ্ছভাবে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে।মূলত এই দাবিগুলি নিয়ে তাদের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *