শিলিগুড়ি, ১৫ ডিসেম্বর: লক্ষাধিক টাকার সিকিমের মদ উদ্ধার করলো পুলিশ।ঘটনায় গ্রেফতার তিন পাচারকারী। ধৃতরা হল ওমপ্রকাশ শাহ, অনুপ শাহ এবং শচীন কুমার। ধৃত তিনজনই বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে বিদেশি মদ এনে তা বিহারে পাচারের ছক কষা হয়েছিল।শিলিগুড়ির চম্পাসারি সংলগ্ন সমরনগর বউবাজার এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মদের অবৈধ কারবার চলছিল।
গোপন সূত্রে এই খবর পেয়ে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং সেই ভাড়া বাড়িতে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ।ঘটনায় গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ।
