শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ বিধবা ভাতা,বার্ধক্য ভাতা,পাট্টা সহ একাধিক দাবিতে বিক্ষোভ পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির।বুধবার শিলিগুড়ি পুরনিগমের সামনে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।এরপর প্রশাসক অশোক ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপি।
সংগঠনের সভাপতি দিলীপ সিং জানান, গরীব মানুষদের স্বার্থে দল-মত-নির্বিশেষে তাদের সংগঠন আন্দোলন করে চলছে।পুরনিগম বিগত কয়েক মাস যাবত গরীব মানুষদের ভাতা দিচ্ছে না। ফলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে পুরনিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের সাধারণ গরীব মানুষেরা। অবিলম্বে তাদের ভাতা প্রদান করার দাবি জানান তিনি।
অন্যদিকে এই বিষয়ে অশোক ভট্টাচার্য জানান,খুব শীঘ্রই ভাতা ও চাল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে শিলিগুড়ি পুরনিগম।