নকশালবাড়ি, ২ জানুয়ারি: নকশালবাড়িতে গত ৭দিনে ৭-৮টি দূর্ঘটনা, এতেই মৃত্যু হয়েছে ৩ জনের ও আহত ১০এর বেশী।যেকারণে নতুন বছরে দুর্ঘটনা রুখতে অভিযানে নামে পুলিশ।আর তাতেই মেলে সাফল্য।
বর্ষবরণের আগে ও নিউ ইয়ারের দিনে দূর্ঘটনা রুখতে কড়া অভিযানে নামে নকশালবাড়ি থানা ও ট্রাফিক পুলিশ।সড়ক দূর্ঘটনা কমাতে জাতীয় সড়কে ড্রিংস অ্যান্ড ড্রাইভ অভিযান চালায় পুলিশ।এতেই পুলিশের জালে হাফ সেঞ্চুরি পার করে। মদপ্য অবস্থায় থাকাদের জরিমানা সহ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
পাশাপাশি প্রত্যেক চালককে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয়।এখন পর্যন্ত ৬৩জনকে আটক করার ঘটনায় দূর্ঘটনা কমেছে নকশালবাড়ি জুড়ে।
পুলিশ সূত্রে খবর, এই অভিযান চালানোর জেরেই দুর্ঘটনা শূন্য হয়েছে। আগামী দিনেও দূর্ঘটনা রুখতে এই অভিযান চলবে।
