রাজগঞ্জ, ২ জানুয়ারিঃ বৈকুণ্ঠপুর জঙ্গলে বনদূর্গা পুজোয় ভক্তদের উপচে পড়া ভিড়। রাজগঞ্জের ফাড়াবাড়ির অদূরে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলের দিল্লিভিটা চাঁদের খাল সংলগ্ন বনদুর্গা মন্দিরে ভোর থেকেই দলে দলে ভক্তরা এসে ভিড় জমান।
ঘন বনজঙ্গলের মাঝে অবস্থিত স্থায়ী মন্দিরে প্রাচীন রীতি ও নিয়ম মেনে আজ রাতে দেবীর পুজো অনুষ্ঠিত হবে। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা মায়ের দর্শন করে মানত ও প্রার্থনা জানান।
এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ঐতিহ্য ও ইতিহাস। কথিত আছে, দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতিবিজড়িত এই স্থানটির উল্লেখ রয়েছে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’ উপন্যাসে। একসময় এখানে ঠুনঠুনিয়া মায়ের পুজো অনুষ্ঠিত হলেও পরবর্তীকালে তা বনদুর্গা পুজো নামেই পরিচিতি লাভ করে।
শ্রী শ্রী মা বনদুর্গা পুজো কমিটির পক্ষ থেকে রাজু সাহা জানান, সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার সঙ্গে জড়িয়ে থাকা এই পুজো প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর বনদুর্গা পুজোর ৪৫তম বর্ষ পদাপর্ন করেছে। এবছরও সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তিনি আরও জানান, আজ বিকেলের পর থেকে সাধারণ মানুষের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। আগামীকাল আবার দিনের বেলায় ভক্তদের জন্য মন্দির খোলা থাকবে এবং প্রসাদ বিতরণ করা হবে। ভিড় সামাল দিতে পুজো কমিটির পাশাপাশি প্রশাসনের তরফেও কড়া নজরদারি রাখা হয়েছে। প্রতিবছরের মতো এবছরও বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে বলে আশাবাদী পুজো কমিটি।
