ফলন কম, পড়ছে দাম-সবজি নিয়ে চিন্তায় গজলডোবার চাষিরা

গজলডোবা, ১৬ এপ্রিলঃ সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন গজলডোবার টাকিমারি চরের কৃষকরা। গজলডোবার টাকিমাড়ি চরের সবজি চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এবছর ঝিঙে, লঙ্কা, শশা সহ বিভিন্ন সবজির ফলন আশানুরূপ হয়নি, যার ফলে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। উপরন্তু, বাজারে সবজির দাম কম থাকায় তারা আরও সংকটে পড়েছেন।


চাষিরা জানান, অনিয়মিত আবহাওয়া, সময়মতো বৃষ্টি না হওয়া, অতিরিক্ত তাপমাত্রা এবং কীটপতঙ্গের উপদ্রবের কারণে সবজির ফলন কমেছে। অনেকে ঋণ নিয়ে চাষ করেছেন, কিন্তু বর্তমান বাজারদর দেখে তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *