সরকারি নির্দেশিকা অমান্য করে বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৬ লক্ষ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করল প্রশাসন।এদিকে বিয়েবাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে করোনা আক্রান্ত হলেন ১৫ জন।পাশাপাশি করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে একজনের।রাজস্থানের ভিলওয়াড়ার ঘটনা।
জানা গিয়েছে,গত ১৩ জুন ওই এলাকার এক বাসিন্দার ছেলের বিয়ে ছিল।সরকারি নির্দেশিকা উপেক্ষা করে সেই অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ জানান তিনি।এরপরই সেই অনুষ্ঠানে যোগ দেওয়া ১৫ জনের শরীরে করোনা ভাইরাসের হদিস মেলে।পাশাপাশি করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয় একজনের।এরপরই ঘটনার তদন্তে নেমে ওই ব্যক্তিকে ৬ লক্ষ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেন রাজস্থানের ভিলওয়াড়া জেলার কালেক্টর।