শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ পুজোর আগেই সব শেষ।শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ আগুন কেড়ে নিল বহু ব্যবসায়ীর প্রায় সর্বস্ব।
শনিবার সকাল ১০টা নাগাদ বিধান মার্কেটে আগুন লাগে।সেই আগুনে একের পর এক দোকান পুড়ে যায়।প্রায় ১ টি দোকান পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে।এছাড়াও আরও ১২-১৪ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার পরই দমকলে খবর দেওয়া হয়।দমকল অনেকক্ষণ দেরীতে পৌঁছায়। প্রথমে দুটি ছোট ইঞ্জিন সেখানে যায়।কিন্তু একটিতে সমস্যা ছিল।পরে দমকলের বড় ইঞ্জিন গেলেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে আগুনের খবর পেয়ে বিধান মার্কেটের ব্যবসায়ীরা সেখানে পৌছান।শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও বিধায়ক শঙ্কর ঘোষ সেখানে যান।
এদিন বিধায়ক বিএসএফের সঙ্গে কথা বলে একটি ইঞ্জিন পাঠাতে বলেন।প্রায় ৭-৮ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।
পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে জামাকাপড়, কসমেটিক্স, জুতো, ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানও রয়েছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে আগুনে।পুজোর আগে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
এদিকে বিধান মার্কেটের দোকানের মালিকানা না থাকায় ব্যবসায়ীরা বিমা করাতে পারেন না।ফলে আগুনে সব পুড়ে যাওয়ায় ক্ষোভপ্রকাশ করেন ব্যবসায়ী সমিতির সদস্যরা।