নিউজ ডেস্কঃ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা।রবিবার সাত সকালে সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছয়।বাড়ি ঘিরে নেয় কেন্দ্রীয় বাহিনী।এরপর চলে তল্লাশি।পুর নিয়োগ দুর্নীতির মামলার ভিত্তিতেই ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা দিয়েছে বলে সূত্রের খবর।
এদিকে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানার খবর পেয়েই জমায়েত শুরু করেছে তাঁর সমর্থকেরা।বাড়ির বাইরে চলে বিক্ষোভ।পুরনিয়োগ মামলায় বাড়িতে মন্ত্রী জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পর তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দেয় সিবিআই।রবিবার সকালে ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে পৌঁছায় সিবিআই দল।
মদন মিত্রের বাড়ির বাইরেও উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী।সূত্রের খবর, ২০১৭ সালে পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশেই সিবিআই এর এই তল্লাশি।