রায়গঞ্জ,১৯ জানুয়ারিঃ বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতৃত্বকে চাঙ্গা করতে রায়গঞ্জে কর্মীসভা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের।এদিনের সভায় জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এদিন রায়গঞ্জের রবীন্দ্র ভবনে আয়োজিত কর্মীসভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে একহাত নেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম বলেন, ‘উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধানসভা আসনেই আমরা জিততে পারি।কে এসেছিল, কে চলে গেছে, কে বেইমানি করেছে ওগুলো ছেড়ে দিন৷ ওগুলোই দেখতে থাকলে আমরা আর এগোতে পারবো না। ২০০০ সালের আগে ফিরহাদ হাকিমের নামও কেউ শোনেনি৷ দলের একজন সাধারণ কর্মী ছিলাম।হাঁটতে হাঁটতে আজ নেতা হয়েছি।কিছু নাম করা নেতা বিজেপিতে চলে গিয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় আবার কর্মী থেকে নেতা তৈরি করে নেবেন’৷
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা পাড়ায় পাড়ায় মানুষকে গিয়ে বোঝান, আরএসএস ও ওয়েসি দুটোই দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।কংগ্রেস, সিপিএমের ক্ষমতা নেই বিজেপিকে আটকানোর৷ওয়েসি এসেছে বিজেপিকে সুবিধা করে দিতে’।