শিলিগুড়ি,৩০ এপ্রিলঃ রাজস্থানের কোটা থেকে ফিরিয়ে আনা হচ্ছে আটকে থাকা ছাত্রছাত্রীদের।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী গৌতম দেব জানান, রাজস্থান সরকারের সাথে যোগাযোগ করে রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।লকডাউনের পর থেকেই রাজস্থানে আটকে ছিলেন রাজ্যের ওই সকল ছাত্রছাত্রীরা।তাদের পরিবারের তরফে বারবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয় যাতে তাদের ফিরিয়ে আনা হয়।
রাজ্য সরকারের উদ্যোগেই রাজ্যের তিন জেলার ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা হচ্ছে।উত্তরবঙ্গে ২৭টি বাসে ফিরে আসছে ৭৮২ জন ছাত্রছাত্রী।শুক্রবার সকালে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে সমস্ত বাসগুলির এসে পৌছনোর কথা রয়েছে।এরপর নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে ছাত্রছাত্রীদের তাদের নির্দিষ্ট জেলায় পৌছে দেওয়ার ব্যাবস্থা করা হবে।