শিলিগুড়ি,৩০ নভেম্বরঃ ক্ষুদিরামপল্লীতে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম। এদিন একটি বাড়ির উপর তলায় থাকা ট্রিনের অবৈধ স্ট্রাকচার ও নীচে বানানো বাথরুম ভেঙে দেওয়া হয়।
ক্ষুদিরামপল্লীতে ওই বাড়িটিতে পুরনিগমে কোনও প্ল্যান পাস না করিয়ে ছাদের টিনের ছাউনি দেওয়া হয়েছিল। এছাড়াও নীচে দুটি বাথরুম বানানো হয়েছিল। এদিকে বাড়িটির প্রথম ও দ্বিতীয় তলা বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। এর আগে পুরনিগমের তরফে বাড়ির মালিককে নোটিশ দেওয়া হয়েছিল। বাড়ি মালিককে অবৈধ নির্মাণ ভাঙতেও বলা হয়েছিল। তা না ভাঙায় এদিন পুরনিগমের কর্মীরা অবৈধ নির্মাণ ভেঙে দেয়। পুলিশের উপস্থিতিতে ওই নির্মাণ ভাঙা হয়।
এদিকে ওই বাড়ির নীচে ওষুধের দোকান রয়েছে। উপরেও দুটি তলায় ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম ছিল। সেগুলি সরিয়ে নেওয়ার জন্য পুরনিগমের কাছে সময় চান ব্যবসায়ী। পরে সেখানে যান বিসিডিএ এর সম্পাদক বিজয় গুপ্তা। পুলিশ ও পুরনিগমের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন তিনি।