শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ মাটিগাড়ার রবীন্দ্রপল্লীতে ফ্ল্যাট ভাড়া নিয়ে অসামাজিক কাজ হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।
শনিবার রাতে রবীন্দ্রপল্লীর একটি অ্যাপার্টমেন্টে বেশ কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করে অশালীন অবস্থায় বাসিন্দারা দেখতে পান বলে অভিযোগ।প্রতিবাদ করলে বাসিন্দাদের ওপর চড়াও হয় যুবক যুবতীরা।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে যুবক যুবতীদের আনাগোনা লেগে ছিল।গতকাল ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫-১৬ জন যুবক যুবতীকে আটক করে নিয়ে যায়।