শিলিগুড়ি,৩ এপ্রিল: শিলিগুড়িতে আইন অমান্য কর্মসূচি SUCI এর।বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে শহরে বিক্ষোভ মিছিলে শামিল হন দলীয় কর্মীরা।
অভয়ার দোষীদের শাস্তি, জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবীতে বিক্ষোভে শামিল হয় SUCI । এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে মিছিলটি শুরু করা হয়।এরপর হাসমিচকে এসে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় SUCI এর কর্মী সমর্থকরা। এদিকে পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলে না নেওয়ার কারণে অবরোধকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ।
