বিনা হেলমেটের গাড়ি চালকদের হাতে তুলে দেওয়া হল ফুল ও চকলেট

শিলিগুড়ি, ৮ জুলাইঃ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর ৪ বছর পূর্তিতে ভক্তিনগর থানার তরফে বুধবার আশিঘর মোড়ে একটি কর্মসূচীর আয়োজন করা হয়।


এদিন ট্রাফিক নিয়ম ভেঙে হেলমেট ছাড়াই যারা গাড়ি চালাচ্ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হয় ফুল ও চকলেট। পাশাপাশি যাদের মুখে মাস্ক ছিল না তাদেরও সচেতন করা হয় ওমাস্ক তুলে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş